আশা

সর্বশেষ:

Latest news

লক্ষ্য ও উদ্দেশ্য

রূপকল্প ঃ                 দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ সমাজ বিনির্মাণ।
কর্ম-ব্রত ঃ                দরিদ্র ও পশ্চাৎপদ জনগোষ্ঠিকে আর্থিক সেবা প্রদানের মাধ্যমে পল্লী অর্থনীতিকে শক্তিশালী ও
বেগবান করা এবং সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা, শিক্ষা, পানি ও স্যানিটেশন, চক্ষু
চিকিৎসা, কৃষি সেবা ও সহায়তার মাধ্যমে তাদের জীবনমানের উন্নয়ন ঘটানো।
মূলনীতিঃ                উদ্ভাবনমূলক ও ব্যতিক্রমী ব্যবস্থাপনার মাধ্যমে ব্যয়সাশ্রয় ঘটিয়ে টেকসই ও লাগসই সেবা অধিক
সংখ্যায় মানুষের দ্বোরগোড়ায় পৌঁছানো।

সংস্থার কার্যক্রমের উদ্দেশ্যঃ
১.    আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
২.    দরিদ্র পারিবারের আয় বৃদ্ধি
৩.    ক্রয়ক্ষমতা বৃদ্ধি
৪.    জীবনযাত্রার মান উন্নয়ন
৫.    নারীর ক্ষমতায়ন
৬.    প্রাকৃতিক দুর্যোগ/আপদ বিপদের ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি
৭.    উদ্যোক্তা বিকাশে সহায়তা
৮.    নিজস্ব পুঁজি বিকাশের সুযোগ সৃষ্টি
৯.    পরবর্তী প্রজন্মের জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করা